আমতলী উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোবারক হোসেন হিরু, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন এর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক ও মানহানিকর অভিযোগ তুলে অসৎ উদ্দেশ্য হাসিলের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, ও অভিভাবক বিন্দু মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করেন।
সোমবার বেলা ১১টার সময় উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করে এমন ন্যাক্কারজনক ঘটনার পিছনের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, স্কুল কমিটির সভাপতি মোবারক হোসেন হিরু, সহকারী শিক্ষক জাকির হোসেন, রুহুল আমিন, কামাল বি এস সি, আঃ রাজ্জাক বি এস সি, দাতা সদস্য মিজানুর রহমান বক্তব্য রাখেন।