
এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী আকন, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচএম কাওসার মাদবর। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম কাশ্মির, সাংবাদিক রাশিমুল হক রিমন ও মিথুন কর্মকার।