এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
যুব নেতৃত্বে জলবায়ূ কার্যক্রমে বাধা ও সমাধান' স্লোগানকে এনএসএস এর সহযোগিতায় আয়োজিত যুব ফোরামের বার্ষিক সমাবেশ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।২০ মে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের।
যুব ফোরামের সভাপতি মুক্তি রানীর সভাপতিত্বে সমাবেশেঅন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) মো. তারেক হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাঞ্জুরুল হক কায়সার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসেন, সমবায় কর্মকর্তা মো. জগলুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সুরভি বিশ্বাস প্রমূখ।