
এস এম নাসির মাহমুদ ,আমতলী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসী সাবেক ছাএলীগ সভাপতি মাহবুব ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বেলা ১১ টায় আমতলী উপজেলা যুবদলের আহবায়ক মো কবির উদ্দিন ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো ময়নদ্দিন মামুন সিকদার,উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক,পৌর যুব দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো জসিম সহ উপজেলা পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাওড়া কাউনিয়া জল মহল বিরোধে আওয়ামী সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব ও তার সহযোগিরা চাওড়া ইউনিয়ন যুব দলের সাবেক আহবায়ক মো মোমেন আকন এর উপর অর্কিত হামলা চালায় ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম হলে উন্নত চিকিৎসার জন্য মোমেন কে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এ ঘটনায় শুক্রবার
মোমেন এর ভাই মিরাজ আকন বাদী হয়ে চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান কে প্রধান আসামি ও ঘটনায় নায়ক মাহবুব ইসলাম কে ২ নম্বর আসামি করে ২২ জনার বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে । উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মামলার জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন।