
এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী ইউনুছ আলীখান ডিগ্রি কলেজের এডহক কমিটির অনুমোদন করা হয়েছে। ২৮ শে সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বরগুনা জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, সৈয়দ জহিরুল ইসলাম কে ইউনুছ আলী খান ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: তারিকুল ইসলাম টারজানকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করায়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।