প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১৬ পি.এম
আমতলীর পাযরা নদীর পানি দূষনের প্রতিবাদে নদীর তীরে মানবন্ধন কর্মসূচী পালন

এস এম নাসির মাহামুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী পৌরষবার বর্জ্য ফেলে পায়রা নদীর পানি দূষনের প্রতিবাদে শুক্রবার বিকেলে পৌরসভার সামনে এবং নদীর তীরে ঘন্টাব্যাপী দুদফা এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় ধরা বরগুনা এ কর্মসূচীর আয়োজন করে।
সাংবাদিক ও এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ নূহু উল আলম নবীন, সাংবাদিক মুশফিক আরিফ সাংবাদিক মনিরুল ইসলাম নাসরিন শিপু ও মোহনা আক্তার প্রমুখ।
একই দিন শুক্রবার সকালে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষন বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবীতে শহরেরজেটি ঘাট নামক স্থানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক আমিনুল ইসলাম আমির, সাংবাদিক হাইরাজ মাঝি ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা আমতলীতে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং পায়রা নদী দূষনের হাত থেকে রক্ষা ও তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রে্যর বর্জ্য পায়রা নদীতে ফেলে পানি দূষনের প্রতিবাদ করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত