আমতলী তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমতলী ইউনিক স্পেশালাইজ হসপিটালের নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টির মাধ্যমে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের এই দিনে ইউনিক স্পেশালাইজড হসপিটাল এর পরিচালক ইঞ্জিনিয়ার রাকিব চৌধুরী রাজু এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ইউনিক স্পেশালাইজড হসপিটালের নতুন ভবন আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান আমতলী সরকারী কলেজের সাবেক প্রভাষক মো নজরুল ইসলাম তালুকদার। হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো সহিদুল ইসলাম মৃধা, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক, শায়কুল হাদিস আব্দুল মুমিন খান,সম্মানিত ডাক্তার ও সাংবাদিক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিচালক ইঞ্জিনিয়ার রাকিব চৌধুরী রাজু আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।