
এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । শুক্রবার সকালে জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে প্রেসক্লাবের সভাপতি এড,শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে বার্ষীক সাধারন সভা অনুষ্ঠি হয় । সভায় সর্বসম্মতি ক্রমে দৈনিক যায়যায়দিন ও বরিশাল ক্রাইম নিউজ এর আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিমকে সভাপতি ও দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো:মনিরুজ্জামান সুমনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
সহ-সভাপতি হিসেবে মো: জসিম উদ্দিন হাওলাদার,এড,সৈয়দ নুহুউল আলম নবীন ,এস,এম,নাসির মাহামুদ কে নির্বাচিত করা হয় । যুগ্ম সাধরন সম্পাদক হিসেবে মো: মহসীন মাতুব্বর ও আব্দুর রহমান কে ও অর্থ সম্পাদক হিসেবে গাজী মতিয়ার রহমান কে নির্বাচিত করা হয়।