বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাআমরা একটি ফেয়ার ইলেকশন চাই, তাতে জামায়াতি ইসলামী ১ টা আসন না...

আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, তাতে জামায়াতি ইসলামী ১ টা আসন না পেলেও সমস্যা নেই 

আসাদুজ্জামান,কুড়িগ্রাম সদর(কুড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি

কুড়িগ্রাম ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সাংসদ  সদস্য  প্রার্থী ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন,  আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, ইলেকশন যাদি ফেয়ার হয় আর সেক্ষেত্রে  আমরা যদি  ১ টা আসনও না পাই,  তাহলে কোনো প্রশ্ন থাকে না। ২০ জানুয়ারি দুপুর ২ টায়  কুড়িগ্রাম কলেজ মোড়ে টাউন হল মার্কেটে এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের সামনে এইসব কথা বলেন তিনি। 

সংবাদ সম্মেলনে জমায়াতে ইসলামির  কুড়িগ্রাম ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়রুল হক, কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তক, জেলা জামায়াতে ইসলামীর সক্রেটারি জেনারেল নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আজিজুল হক। 

বক্তরা  আসন্ন ত্রয়োদশ সংসদ  নির্বাচনে বিভিন্ন আশঙ্কার কথা উল্লেখ করেন। ইতিমধ্যে জামাতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকদের  বিপন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হয়েছে বলে তারা বক্তব্যে উল্লেখ করেন।  এছাড়াও  জামায়াতি  ইসলামি কুড়িগ্রামের ৪ টি  আসনের মধ্যে অনেক আসনে  যেহেতু নির্বাচন হচ্ছে প্রায়  ৩০ বছর পরে  সেহেতু তাদের ভয় ও আশংকা অনেক।  তবে তারা এই নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ  হয় সেই বিষয়ে প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments