
কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি
আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১:০০ টায় বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংরাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছগির হোসেন ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিক্ষানুরাগী মো: ফয়সাল আহম্মদ মিঠু ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক মো: ওলিউল ইসলাম, মেহেদী হাসান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, স্কুলের কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন। স্কুল থেকে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানান প্রধান শিক্ষক। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।