বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান।

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান।

এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের এ জমায়েতে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃআঃ)। তিন দিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেন্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন। ওয়াজ মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ বাদ লক্ষাধীক মানুষ মোনাজাতে অংশ নেন। এ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ হোসাইন পীরজাদা ছারছীনা, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments