প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৩ পি.এম
আলহাজ্ব মানিক সওদাগরকে সভাপতি করে উপজেলা বিএনপির কমিটি অনুমোদন।

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে নতুন নেতৃবৃন্দের নিকট নবগঠিত কমিটি হস্তান্তর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নিকট কমিটি হস্তান্তর করেন।
এর আগে ১২ মার্চ ৫ সদস্য উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আংশিক কমিটিতে বর্তমান আহবায়ক মানিক সওদাগরকে সভাপতি , সাবেক ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম সঞ্জুকে সিনিয়র সভাপতি, রফিকুল ইসলাম কারীকে যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়নুর রহমান সম্পদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এছাড়াও পৌর বিএনপিতে জামালপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামাকে সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি শাকিল তালুকদারকে সাধারণ সম্পাদক, ছানু সওদাগরকে সিনিয়র সহসভাপতি, নজরুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।
এদিকে নতুন কমিটি ঘোষণার বকশীগঞ্জ উপজেলায় বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ¡াস দেখা দিয়েছে। ইতোমধ্যে আনন্দ মিছিল করে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে দলের নেতা কর্মীরা।
নবগঠিত বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, এই কমিটির মাধ্যমে তৃণমূলের নেতা কর্মীদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। নেতা কর্মীদের চাওয়া পাওয়ার মূল্যায়ণ করেছে বিএনপি। এই কমিটি আগামি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ে ত্বরানিত করবে। তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য গত ১৮ ফেব্রæয়ারি বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২৩ দিন পর ১২ মার্চ উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে জামালপুর জেলা বিএনপি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত