প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৩৮ এ.এম
আলীকদমে পেট্টোলপাম্পের জন্য জলাশয় ভরাট করছে

আলীকদমে পেট্রোল পাম্প করার জন্য জলাশয় ভরাট করার অভিযোগ। উপজেলা-জেলা প্রশাসন অনাপত্তিপত্র বা সুপারিশ এবং পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ হওয়া দরকার। আলীকদম উপজেলা ২ নং চৈক্ষ্যং ইউনিয়নস্থ প্রধান সড়ক ঘেঁষে কাশেম মেম্বারপাড়া নামক স্থানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে। জানাযায়, সেখানে কে বা কারা ফিলিং স্টেশন করার জন্য বালু ভরাট করাচ্ছেন। সব মহলের নজর এডিয়ে একটি জলাশয় ভরাট করার দৃশ্যমান কর্মকান্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসন। "প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ভরাট করা বে-আইনি। আবার পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধাসরকারি এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তি মালিকানাধীন পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ।" এছাড়াও জলাশয়, পুকুর ব্যাক্তি মালিকানাধীন হলেও ভরাট করা যাবেনা মর্মে হামান্য হাইকোর্টের নির্দেশনায় আছে। কিন্তু আলীকদম উপজেলায় ঝিরি ঝর্ণা, নদী, খাল ছড়া, বৃষ্টির পানি ধারণ করা জলাশয়গুলোতে দখল দূষণের প্রকাশ্যে প্রতিযোগিতা চলছে। ফিলিং স্টেশন করার জন্য ভরাট করা হচ্ছে কাশেম মেম্বারপাড়ার বৃষ্টির পানি ধারণকৃত জলাশয়। প্রশাসনের নাকের ডগায় এই ধরনের পরিবেশ বিদ্ধেষী কাজ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। জলাশয় ভরাট করে ফিলিং স্টেশন করার বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসন অনাপত্তিপত্র বা সুপারিশ ও পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখার দাবি জানান স্থানীয় সচেতন সমাজ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত