
আমিরুল ইসলাম আকন দাগনভূঁইয়া(ফেনী)শিক্ষানবিশ প্রতিনিধি :
দাগনভূঞায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন শনিবার বিকালে বেকের বাজার ইলেকট্রিসিটি টাওয়ার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন…. বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য: কুমিল্লা নোয়াখালী অঞ্চল পরিচালক…সাবেক জেলা আমীর: অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ এহছান উল্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন… ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক মেম্বার : মাওলানা নুরুল আমিন।
বিশেষ বক্তা: সুরকার – গীতিকার কণ্ঠ শিল্পী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল হালিম। ফেনী শহর রুকন মাওলানা ওবায়দুল হক, দাগনভূঞা পৌরসভা।
এছাডা বক্তব্য রাখেন…৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান। ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু তাহের। ৬ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।