বাড়িঅন্যান্যআল ফালাহ একাডেমি এলামনাই এসোসিয়েশনের "২য় সাধারণ নির্বাচন ও ইফতার মাহফিল ২০২৫" 

আল ফালাহ একাডেমি এলামনাই এসোসিয়েশনের “২য় সাধারণ নির্বাচন ও ইফতার মাহফিল ২০২৫” 

মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার কক্সবাজার।
২৯ মার্চ ২০২৫ ইং। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়লো ২৭ মার্চ পর্যন্ত
ঐতিহ্যবাহী হ্নীলা আলফালাহ একাডেমি এলামনাই এসোসিয়েশনের “২য় সাধারণ নির্বাচন ও ইফতার মাহফিল ২০২৫” আগামী ২৯ মার্চ ২০২৫ ইং স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন আগামী ২৯ মার্চ (২৮ রমজান) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এছাড়া একই সাথে উক্ত দিনে মিলনমেলাও অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিলনমেলায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়া হয়েছে, যার ডেডলাইন ছিলো ২৬/০৩/২৫। কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ এড. আনিসুর রহমান জানিয়েছেন, অনেকের অনুরোধের ভিত্তিতে রেজিস্ট্রেশনের মেয়াদ আরো একদিন বাড়িয়ে আগামীকাল ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ডা: আবু বকর আল মামুন আগামীকালের মধ্যেই অবশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনের আওতায় চলে আসার আহবান জানান। এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মু. ওমর ফারুক গঠনতান্ত্রিকভাবে বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার অভিপ্রায়ে আগামী শনিবার সব এলামনাইকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments