বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাআহত ওসির পাশে দাঁড়ালেন খেলাফাতে মজলিস নেতকর্মী। 

আহত ওসির পাশে দাঁড়ালেন খেলাফাতে মজলিস নেতকর্মী। 

কোটালিপাড়া সংবাদদাতা ।। মো হোসেন আলী  

চিম্নয় দাসের গ্রেফতারের বিরুদ্ধে কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ পাড়ির পাশে সন্ত্রাসি, জঙ্গি সংগঠন ইসকনের সহিংসতা প্রতিরোধ করতে কোটালিপাড়া আইন শৃখংলা রক্ষাকারী বাহিনী শান্তি শৃখংলা বজায় রাখার জন্য তাদেরকে অনুরোধ করা হয়। কিন্ত এই জঙ্গি বাহিনী প্রশাসনের সৌজন্য মূলক আচরণ কে দূর্বলতা ভেবে পুলিশ বাহিনীর উপর হামলা করে। তবে পুলিশ সদস্যগন সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করে সেনা বাহিনীর সহোযোগিতায় সন্ত্রাসীদের ছত্র ভঙ্গ করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সদস্য আহত হন।আহত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ পুলিশ  সদস্যদের খোজ-খবর ও মত বিনিময় করতে, বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের কোটালিপাড়া শাখার নেতৃবৃন্দ।  কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ এর কার্যালায়ে বৈঠক করেন। নেতৃবৃন্দ আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করে সহোমর্মিতা জানান। নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী দমন করতে আইন শৃখংলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহোযোগিতা করার প্রত্যায় ব্যক্ত করেন এবং আপোষহীন জননেতা বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে সালাম পৌছে দেন। 
নেতৃবৃন্দ এ ঘটনার প্রতিবাদ, তিব্র নিন্দা জ্ঞাপন করেন। এ সময় সন্ত্রাসী সংগঠন ইসকনকে সব ধরণের কার্য্যক্রম নিষিদ্ধসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
মত বিনিময় সভায় উপস্থত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা সভাপতি মুফতি ফারুক হুসাইন নদভী,  সহ সভাপতি মাওলানা হেদায়াতুল্লাহ গওহরী, কোটালিপাড়া থানা শাখার সভাপতি মুফতি আঃ রাজ্জাক,  সংগ্রামি সাধারণ সম্পাদক মাওঃ মানজুরুল হক্ব, সহ সাধারণ সম্পাদক মুহাঃ সাব্বির হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক মাওলানা ওহিদ মনসুর মাওঃ নূর ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ শওকত হোসেন, সদস্য ডাঃ আঃ মান্নান, খেলাফত যুব মজলিস নেতা ক্বারি বশির আহমাদ, মাওঃ নাঈমুল ইসলাম, মাওঃ সা’দসহ কোটালিপাড়া থানা শাখার অন্যান্ন নেতৃবৃন্দ।উক্ত মতবিনিময়ের সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি কথাই অফিসার ইনচার্জকে বলা হয় কোটালীপাড়া একটি অসম্প্রদায় এলাকা এখানে হিন্দু মুসলিম খৃষ্টান সহ সকলে একসাথে একভাবে মিলেমিশে আসছে দীর্ঘদিন যাব কখনো কোনদিনও এ ধরনের আপত্তিকার লজ্জা জনক ঘটনা ঘটেনি আমরা চাইবো না আগামীতে কখনো এ ধরনের ঘটনা ঘটুক হিন্দু সম্প্রদায় ভাইদের নামে ইসকনের তথাকথিত সংগঠন সারাদেশে যে সহিংসতা হত্যাযজ্ঞ শুরু করেছে সেটা সত্যি কারের হিন্দু সম্প্রদায়ের পক্ষে সম্ভব না। এটি একটি উগ্রপন্থী সংগঠন আমরা সবাই মিলেমিশে যাতে এই সংগঠনের বিরুদ্ধে একনিষ্ঠভাবে সবাই মিলে প্রতিহিত প্রতিরোধ গড়তে পারি এবং আইন শৃঙ্খলা ও প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়। সবশেষে মহান রাব্বুল আলামিনের নিকট হাত তুলে ওসি সহ তার সহকর্মীদেরকে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments