প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:৩২ পি.এম
ইঞ্জিনিয়ার তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জ উপজেলায় বিক্ষোভ

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপি'র নির্বাহী সদস্য নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
তারই প্রতিবাদে মঙ্গলবার সন্ধায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঝর্নার মোড়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরও উপস্হিতি ছিলেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব দেবাশীষ রায়, কৃষক দলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক, বিএনপির ছাএবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,শিমুল, পলাশ,হাবিব,বেলাল, আনছারুল,এনামুল প্রমুখ।
উল্লেখ্য যে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ২০০৮ সালে মামলাগুলোতে তাকে কারাদণ্ডাদেশ দিয়েছিল আদালত। ১৯৯৬ সালে নীলফামারী ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন পার করে গত ২২ শে এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি। মামলাগুলোর বিরুদ্ধে আইনী লড়াইয়ের প্রক্রিয়া হিসেবে আত্মসমর্পণ করেন। ঢাকায় বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায় দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত