
কে এম আব্দুল কুদ্দুস,ইন্দুরকানী (পিরোজপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৬ ডিসেম্বর , রোজ সোমবার প্রত্যুষে ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। সকাল ৬:৩০মিনিটে উপজেলার
শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
পুস্প স্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।পরে সহকারী কমিশনার (ভূমি)এস এম আল মামুন, ইন্দুরকানী থানা ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ,সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজ- নৈতিক দল সহ সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।।
এর পর উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি।
এ সময়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং স্মৃতিচারন মূলক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার ও স্বপন কুমার ডাকুয়া মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএন-পির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর হোসেন মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপ- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী তৌহিদুল ইসলাম রাতুল,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাস্তান হাফিজ,এইচ এম ফারুক হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু,ছাত্র দলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জুয়েল রানা সহ আরো প্রমুখ।।
দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে আহবায়ক ফরিদ আহম্মেদ ও সদস্য সচিব আলমগীর কবির মান্নুর নেতৃত্বে বিজয় র্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়।।এসময় সকল ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।।
