বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাইফতার ও সাহেরীর আয়োজন করেন, বাংলাদেশ "৮৮ "চট্টগ্রাম(এসএসসি)

ইফতার ও সাহেরীর আয়োজন করেন, বাংলাদেশ “৮৮ “চট্টগ্রাম(এসএসসি)

এস এম মামুন সিপু। হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি।

২১রমজান ২২শে মার্চ বাংলাদেশ” ৮৮”চট্টগ্রামের বন্ধুরা,চট্টগ্রাম হালিশহর এ/ব্লক উম্মুল-কোরা হেফজ ও এতিমখানার ছাত্র শিক্ষকদের সাথে নিয়ে  ইফতার সম্পন্ন করেন এবং একশত(১০০)জন ছাত্র শিক্ষকের জন্য সাহেরীর ব্যবস্হা করেন।

 বেশ কয়েক বছর আগে সারা বাংলাদেশে এসএসসি “৮৮”সালের বন্ধুরা সারা বাংলা ৮৮ নামের একটি সংগঠন নিয়ে কাজ শুরু করে এতে পুরো  বাংলাদেশের ৮৮ সালে এসএসসি পাস করা দেশ বিদেশের প্রায় সকল বন্ধুরা যুক্ত হয়।এই সংগঠন প্রতিষ্ঠা থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে।পরবর্তীতে সকল বন্ধুদের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তন করে ” বাংলাদেশ” “৮৮” নামকরণ করা হয়।
এই বাংলাদেশ “৮৮” দেশে
যেকোন প্রাকৃতিক দূর্যোগ,দুঃস্থ মানুষের সেবা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা  এবং ৮৮ব্যাচের বন্ধু ও বন্ধুদের আত্মীয় স্বজনের যেকোন বিপদে আপদে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ। 
আমি নিজে বাংলাদেশ “৮৮”একজন গর্বিত সদস্য হতে পেরে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments