
মঈনুল ইসলাম, তাহিরপুর শিক্ষানবিশ প্রতিনিধি,,
সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন বালিজুরী খেয়াঘাটের পশ্চিম পাড়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন।
তিনি তাহিরপুর উপজেলার বারুঙ্কা গ্রামের বাসিন্দা এবং পিতা আব্দুল কাহারের পুত্র।
২৮ (এপ্রিল) সোমবার ২৫ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৪টায় বালিজুরী এইচ.এ. উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী মাহিয়া বেগম (১৪) ও চাঁদনী বেগম (১৫), উভয়ের পিতা মাহমুদ আলী, গ্রাম পুরান বারুঙ্কা, ৭নং বালিজুরী ইউনিয়ন তাহিরপুর উপজেলা বালিজুরী মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে বালিজুরি খেয়াঘাটের পশ্চিম পাড়ে পৌঁছালে এলাকার মেহেদি (২৫) তৌসিফ (১৮), পিতা জাহাঙ্গীর, গ্রাম বালিজুরি নয়া হাটি এবং মারুফ (২০), পিতা আলমগীর, একই গ্রামের বখাটে ছেলেরা তাদের ইভটিজিং করে।
এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে অভিযুক্ত তৌসিফ ও মারুফসহ অজ্ঞাতনামা আরও পাঁচজন মিলে নজরুল ইসলামের উপর এলোপাতাড়ি হামলা চালায়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
বালিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিনের নিকট মোবাইল ফোন করে ঘটনার সত্যতা জানা যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেনের নিকট থেকে জানায় আমার নিকট এখনও কোন অভিযোগ আসেনি।অভিযোগ করলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।