
সঞ্জয় চন্দ্র দাস, তিতাস(কুমিল্লা) নিজস্ব প্রতিনিধিঃ
তিতাস উপজেলা সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইভা কিন্ডার গার্টেন ১৯৯৯ সাল থেকে প্রতিষ্ঠা করার পর থেকে সুনামের সাথে প্রত্যেকটি শিক্ষার্থী ভালো ফলাফল করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের তৃতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফল ঘোষণাকালীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভা কিন্ডা গার্টেন ও ইভা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর আলী হোসেন মোল্লা।
সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা মাসুদ এবং উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাএবং ইভা কিন্ডারগার্টেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন প্রধান এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপোদক্ষ আবুল কালাম, সহকারী শিক্ষক মোঃ বাদল, সঞ্জয় চন্দ্র দাস, ফাহমিদা আক্তার,জিন্নাহ আলী, খালেদা বেগম, মুক্তি আক্তার, মোঃ নয়ন, উক্ত প্রতিষ্ঠানের সকল অভিভাবক বিন্দুর সহ উক্ত প্রতিষ্ঠানের সকল কমিটি বৃন্দ।