
শিক্ষানবিশ প্রতিনিধি, নোয়াখালী সদর(নোয়াখালী)শিক্ষানবিশ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়ন রফিক চৌকিদার হাটে মো: রাশেদ নামে এক যুবককে ইয়াবা সহ আটক করে স্থানীয় জনতা।এ সময় তার কাছে ৬ টি ইয়াবা পাওয়া যায়।
মো রাশেদ নামের যুবকটি তার স্বীকারোক্তিতে জানায়, বিগত ১৫ দিন থেকে সে এ এলাকার বিভিন্ন জায়গায় ইয়াবা পৌচানোর কাজ করছে।এ কাজের জন্য তাকে ১০০- ২০০ করে দিত। মো সুমন নামের এক ব্যক্তি তাকে দিয়ে এ কাজ করিয়ে যাচ্ছে। রাশেদ নামের যুবকটি আরো জানান,তার কাজ ছিল সুমন নামের এই ইয়াবা ব্যবসায়ীর থেকে ইয়াবা নিয়ে নিদিষ্ট ব্যক্তির কাছে তা পৌচানো
পরে স্থানীয় জনতা নোয়াখালী সদর থানার ওসি মহোদয় কে অবহিত করে, রাশেদ নামের যুবকটি কে পুলিশের হাতে সোপর্দ করা হয়।