বাড়িঅন্যান্যইলিশ শিকারের দায়ে ১২৮ জেলের কারাদণ্ড

ইলিশ শিকারের দায়ে ১২৮ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযানের চারদিনে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিষিদ্ধ মৌসুমে কেউ ইলিশ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না। ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬ টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং ১২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যেই বরিশালের মেঘনা ও মেঘনার শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ২৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করে নৌ-পুলিশ।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ‘অভিযানে ২৩ লাখ মিটার জাল, ৮৫ কেজি ইলিশ ও দুইটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments