বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগইলিশ হলো মাছের রাজা, "জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

ইলিশ হলো মাছের রাজা, “জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে বেলকুচি উপজেলা মিলনায়তনে উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো: আল আমিন, নিজস্ব প্রতিনিধি বেলকুচি (সিরাজগঞ্জ)

উপজেলা নির্বাহী অফিসার জনাব, আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজার তত্বাবধানে ১১ মার্চ থেকে ১৭ মার্চ, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, মীর মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব,শাহীনুর রহমান, জেলা মৎস কর্মকর্তা। জনাব,শিবালী সরকার, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)। জনাব,রত্না বেগম,প্যানেল চেয়ারম্যান, বেলকুচি উপজেলা পরিষদ। জনাব, আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সভাপতি বেলকুচি প্রেসক্লাব। জনাব, মীর্জা সোলেমান, ইউপি চেয়ারম্যান সহ বিশেষ ব্যক্তবর্গ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments