প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১:০৭ পি.এম
ইসকন নিষিদ্ধের দাবিতে ভবানীপুর বাজারে বিক্ষোভ মিছিল

মোঃ রমজান আল মাহমুদ ।। গাজীপুর সদর (গাজিপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার ভবানীপুর এলাকার ভিবিন্ন মসজিদের মুসল্লিরা। আজ শুক্রবার বাদ জুম্মার নামাজের পর সকল মুসল্লীরা ভবানীপুর বাজারে একত্রিত হয়ে ইসকন নিষিদ্ধকরনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।
বিক্ষোভ চলকালে কালে মোঃ জালাল উদ্দীন সরকার নামে এক মুসল্লি বলেন ইসকল হল একটি জঙ্গি সংগঠন, এরা মুসলমানদের বিরুদ্ধে সবসময় যড়যন্ত্রে লিপ্ত এবং ভারতের দালাল হয়ে বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।
বেপারীপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা সালাউদ্দিন আইয়ুবী হুজুর বলেন এদের বিরুদ্ধে এখনই ব্যাবস্থা না নিলে দেশকে অস্থিতিশীল করে তুলবে।এরা জাতির শত্রু,এদেরকে অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে।এ ব্যাপারে আরও বক্তব্য রাখেন জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন এখনই উপযোক্ত সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তা না হলে অচিরেই দেশকে গিলে ফেলবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত