
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী, কিশোরগঞ্জ, নিজস্ব প্রতিনিধি।
গাজায় ইসরাইলী বাহিনীর নজিরবিহীন হামলা, নির্বিচারে ফিলিস্তিনিদের গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে কটিয়াদীতে ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার (২১মার্চ) পবিত্র জুমার নামাজের পর কটিয়াদী উপজেলা দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ হতে জুমার নামাজের পরে ধর্মপ্রাণ মুসল্লিদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাস স্ট্যান্ড গোলচত্তরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাবেশটির সমাপ্তি ঘোষনা করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপুলসংখ্যক নেতা কর্মীরা।