
মোঃ আবু জাফর কুমিল্লা ( আদর্শ সদর)শিক্ষানবিশ প্রতিনিধি।
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্যাতন , অত্যাচার ও বর্বরোচিত হামলা বন্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
গত রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ফিলিস্তিনের সমর্থনে “স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন” ব্যানারে মানববন্ধন করে কুবি শিক্ষার্থীরা । মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতিসংঘের নীরব ভূমিকা ও ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর প্রতি তীব্র নিন্দা জানান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আজ হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখি একজন পিতা মস্তকহীন সন্তানের লাশ নিয়ে আর্তনাদ করে। বিশ্ব মানবাধিকার রক্ষার দায়িত্ব জাতিসংঘের কিন্তু তাদের এমনই নীরবতা মেনে নেয়া যায় না। তারা মুসলিম দেশগুলোকে একজোটে কাজ করার আহ্বান জানান।
ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় মিডিয়াগুলো বড় ভূমিকা পালন করতে পারে বলে মত প্রকাশ করেন।মানববন্ধনে ‘ওয়ান উম্মাহ,ওয়ান বডি’ ‘রিজেক্ট টু স্টেট সলিউশন’ ‘নো ইউএন ,নো টু স্টেট সলিউশন’ প্ল্যাকার্ড হাতে অবস্থান করে কুবি শিক্ষার্থীরা।