
মো: মাহমুদুল হাসান,আমতলী(বরগুনা)বিশেষ প্রতিনিধি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।গতকাল ২০ তারিখ ১৯-ই রমজান বিএম কলেজ শাখার উদ্যোগে কলেজ সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সর্বস্তরে নৈতিক শিক্ষার অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে, ফলশ্রুতিতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পড়েও তারা খুন,মাদক,হত্যা রাহজানীর সাথে সম্পৃক্ত হচ্ছে।
এছাড়াও তিনি আরোও বলেন, পশ্চিমা সংস্কৃতির ভয়াল কবল বর্তমান প্রজন্মের মস্তিস্ক বিকৃত করে দিচ্ছে, তিনি সর্বোপরি শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিকভাবে পশ্চিমা সংস্কৃতির ভয়াল ছোবল থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন এবং দল-মত নির্বিশেষে নিজেকে মুসলিম হিসেবে ধারন করে ইসলাম,দেশ ও মানবতার প্রহরী হয়ে কাজ করার আহবান জানান।
কলেজ সম্মেলনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর প্রধান বক্তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সার্বজনীনভাবে শিক্ষার্থীদের নৈতিকতা বিনির্মান ও মানবতার কল্যানে সম্যকভাবে সম্মুখ সাড়িতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে,তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বর্নীল আলোকবর্তিকার প্রতি সকলকে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দক্ষিনবজ্ঞের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসের ডক্টর শেখ মুহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সার্বজনীনভাবে শিক্ষার্থীদের নৈতিকতা বিনির্মান ও সর্বদা শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালন করছে যেটা খুবই প্রশংসনীয়, এছাড়াও তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই- বিএম কলেজ সম্মেলনে উপস্থিত হওয়াতে আন্তরিকভাবে সম্ভাষন জানান।
এছাড়াও, আমন্ত্রিত অতিথির বক্তব্যে কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু তাহের মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে সকল আন্দোলন সংগ্রামে অকুতভয় ভূমিকা পালন করছে তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে বিএম কলেজ শাখা নান্দনিক ভূমিকা পালন করছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরোও বক্তব্য প্রদান করেন বিএম কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম হোসাইন মৃধা সাবেক জয়েন সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ আনোয়ার হোসাইন মঞ্জু, তানভীর আহমাদ শোভন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি, মুহাম্মাদ মহিউদ্দিন, মুহাম্মাদ আব্দুর রহীম, মুহাম্মাদ রেজাউল করিম, মুহাম্মাদ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার তথ্যবহুল তাত্ত্বিক বক্তব্য শেষে বিএম কলেজ শাখার ২০২৪সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করেন,নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান নাইম,সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ ইমাম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হান্নান উদ্দীন শাকিল।
এছাড়াও,কলেজ সম্মেলন ও ইফতার মাহফিলে আরোও উপস্থিত ছিলেন, বরিশাল
বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মুহাম্মাদ হাসিব হোসেন, জেলা সভাপতি মুহাম্মাদ সালাউদ্দিন এবং মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদওয়ান এবং বিএম কলেজ শাখার সকল নেতৃবৃন্দ।