বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাইসলাম ও দেশের কল্যাণে বিভিন্ন দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে রামু...

ইসলাম ও দেশের কল্যাণে বিভিন্ন দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে রামু ওলামা পরিষদের স্মারকলিপি….

মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
ইসলাম ও দেশ বিরোধী চক্রান্ত প্রতিহতকরণ ও অশ্লীল আয়োজন নিষিদ্ধকরণসহ বিভিন্ন দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন, রামুর প্রতিনিধিত্বশীল আলেম সমাজের সমন্বয়ে গঠিত রামু ওলামা পরিষদ।১ জানুয়ারি (বুধবার), দুপুরে প্রদত্ত এ স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, ঈমানী চেতনা, দেশপ্রেম ও সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রত্যয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক পথচলা। 
আমরা দেশের বিরাজমান পরিস্থিতি ও রামুর বর্তমান আবহে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বার্থান্বেষী, প্রলোভিত, বিভ্রান্ত কিছু মহল ইসলাম, দেশ ও স্বকীয় সভ্যতা-সংস্কৃতি বিরোধী  অপতৎপরতা চালিয়ে দেশে নতুন করে অস্থিতিশীলতা ও অশ্লীলতা ছড়াচ্ছে। যা দেশের মাটি ও মানুষের জন্য এক অশুভ সঙ্কেত। ২০২৪ এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীনতার নতুন আবহে এমনটি কখনো কাম্য নয়। 
এমন পরিস্থিতির উত্তরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রামু ওলামা পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 
১. ইসলামের বিধান নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন করতে হবে।
২. দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
৩. ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এবং সিলেবাস থেকে অনৈতিক, অশ্লীল বিষয়াবলী বাদ দিতে হবে। 
৪. ইসলাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী ও নিরীহ মানুষ হত্যাকারী সাদপন্থীদের সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
৫. এড. আলিফসহ নিরীহ মানুষ খুন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপরাধে উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
৬. বিজয় উৎসব, বর্ষবরণ, আনন্দ ভ্রমন ও  আনন্দায়োজনের নামে এবং বিভিন্ন উপলক্ষে অনৈতিক কার্যকলাপ ও অশ্লীল আয়োজন নিষিদ্ধ করতে হবে।
৭. দেশের কল্যাণে সর্বস্তরের নীতিনির্ধারণী ফোরামে আলেমসমাজের প্রতিনিধিত্ব রাখতে হবে। 
স্মারকলিপি প্রদানকালে রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি  মাওলানা হাফেজ শামসুল হক, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ, সাহিত্য-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ। 
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নে   কর্মপরিধির আলোকে যথাযথ  পদক্ষেপ গ্রহণ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments