বাড়িবাংলাদেশেখুলনা বিভাগইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

দামুরহুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি

দেশের শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার(২০ আগস্ট )বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা  প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের আমলে গণমাধ্যমের উপর হামলার ঘটনা দুঃখজনক। গণমাধ্যমকর্মীরা জনগনের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিলো।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, জান্নাতুল আওয়লিয়া নিশি ও একাত্তর টেলিভিশনের এম এ মামুন,চ্যানেল২৪ এর সাংবাদিক রেজাল্ট করিম লিটন, নাগরিক টিভির মোঃ হুসাইন মালিক, দৈনিক দেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দীন সহ জেলার স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments