
মোঃ আবু জাফর,কুমিল্লা আদর্শ সদর(কুমিল্লা)শিক্ষানবিশ প্রতিনিধি।
বিশেষ প্রতিবেদন: ই-কমার্সের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়েছে কুমিল্লার অসংখ্য নারী উদ্যোক্তার। অনলাইন গ্রুপিং এর মাধ্যমে
পণ্য ক্রয় বিক্রয় করে সফল হচ্ছেন এসব ক্ষুদ্র পেশাজীবী নারীরা। ই-কমার্সের সবচেয়ে বড় সুবিধা, অনলাইনে অর্ডার নেয়া হয় এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করা যায়। পড়াশোনার পাশাপাশি স্বল্প পূঁজিতে ই-কমার্সকে সবচেয়ে জনপ্রিয় কর্মসংস্থান মনে করছেন নারী উদ্যোক্তারা।
কুমিল্লায় কয়েকটি অনলাইন গ্রুপ বিশেষ করে
উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম, ভিক্টোরিয়া ই-কমার্স ফোরাম,বিজি ই-কমার্স ফোরাম,বিডি ই-কমার্স ফোরামসহ বিভিন্ন নামে পণ্য ক্রয় বিক্রয় করছেন উদ্যোক্তারা।”ভিক্টোরিয়া ই-কমার্স ফোরাম “কুমিল্লায় সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ফোরামে প্রায় ৮৫ হাজার সদস্য রয়েছে যার মধ্যে অধিকাংশই নারী।
একজন নবীন নারী উদ্যোক্তা সুস্মিতা সেন বলেন,
তিনি কুমিল্লা সরকারি কলেজে অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষের ছাত্রী । অভাবী পরিবারের সন্তান তাই পড়াশোনার পাশাপাশি ভিক্টোরিয়া ই-কমার্সের সাথে সম্পৃক্ত হয়ে বিগত তিন বছর যাবত অনলাইন ব্যবসা করছেন।”নারী উদ্যোক্তা” প্রশিক্ষণের মাধ্যমে বিষয়টি তার নিকট সহজ মনে হয়। উপার্জিত অর্থের মাধ্যমে তিনি পরিবারের বরণ পোষণ ও কিছু সঞ্চয় করেন।তিনি নারী উদ্যোক্তা মেলার প্রশংসা করে বলেন,এটি নারীদেরকে অনলাইন ব্যবসায় খুব বেশি অনুপ্রাণিত করছে। কুমিল্লায় প্রতি বছর কয়েকটি প্যানেলে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। তিনি মনে করেন নারীরা ই-কমার্সের মাধ্যমে যেভাবে স্বাবলম্বী হচ্ছে তাদেরকে কেউ সমাজের বোঝা বলতে পারবেনা।