প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৯:৫৩ পি.এম

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে যত্রতত্র বাস, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল করে দাড়িয়ে থাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এতে ঘরমুখী মানুষেরা ঈদ যাত্রায় পোহাচ্ছে চরম ভোগান্তি, সড়ক মহাসড়কে প্রচন্ড চাপ।
অপরিকল্পিত ভাবে যে সব স্থানে স্ট্যান্ড রয়েছে থানা সংলগ্ন বাস স্ট্যান্ড, সাব রেজিস্ট্রার কার্যালয় মহাসড়কের উপরেই ঢাকা গামী কোচ স্ট্যান্ড, থানার বিপরীতে কাহারোল গামী পাগলু স্ট্যান্ড, বিজয় চত্বরে পাশাপাশি একই স্থানে বোচাগঞ্জ বাস স্ট্যান্ড সহ ৪ টি স্ট্যান্ড, আশা সুইটস সংলগ্ন কবিরাজ হাট গামী পাগলু স্ট্যান্ড ও হোটেলের বিপরীতে দিনাজপুর গামী অটো এবং সিএনজি স্ট্যান্ড, তাজমহল মোড়ে বাস সহ পাশাপাশি ৮টি অটো ভ্যান ও রিকশা স্ট্যান্ড।
পাশে অনতি দূরে বাজার থাকার কারনে এই ব্যস্ততম সড়কে প্রতিদিন ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
দুর্ঘটনায় নিহত হচ্ছে তরতাজা প্রাণ, অনেক পঙ্গুতো বরন করছে।
অঙ্গ হানি হয়ে অন্যের কাধে বোঝা হয়ে বেঁচে থাকতে হয় সারা জীবন।
স্বাভাবিক যান চলাচলের জন্য মহাসড়কের দুই পাশে ফুটপাতের দোকানপাট উচ্ছেদের নোটিশ দিলেও প্রশাসন কে তোয়াক্কা করছেন না কেউই।
সড়কে কেউ রেখেছে নসিমন, করিমন আবার কেউ বা রাস্তার উপরেই ট্রাক পার্কিং করে মালামাল উঠা নামা করছেন।
যাত্রীবাহী বাসের ড্রাইভার শহিদুল ইসলাম, মনোরঞ্জন ঘোষ, মাইক্রো চালক আজিজুল হকসহ কয়েকজন বলেন মহাসড়কের উভয় পাশে রোড করা হলেও কোন কাজে আসছে না। বাসস্ট্যান্ড গুলোতে এলোমেলোভাবে পার্কিং করার কারনে বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচলে সমস্যা হচ্ছে।
সীমাহীন যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
মহাসড়কে বাস, অটোরিকশা রাখার কারনে দুই টা গাড়ি ক্রসিংয়ের সময় অনেক ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
সিএনজি ড্রাইভার রিয়াজ ও রুবেল বলেন, রাস্তার দুই পাশের ফুটপাত অটো রিকশার দখলে রাখলেও থানা পুলিশ, হাইওয়ে থানা ও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নেই কোন বলিষ্ঠ পদক্ষেপ। মিটিং সিটিং কাগজ কলমে তৎপরতা দেখা গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের মহাসড়ক থেকে স্ট্যান্ডগুলো সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহন করেছিল প্রশাসন কিন্তু তা সফল হয় নাই।
দলীয় সরকার ক্ষমতায় নেই, তথাপি অনেকে প্রভাব খাটিয়ে শহরের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দখল করে দেদারছে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
ঈদ মৌসুম বাদেও বীরগঞ্জের তাজমহল মোড়, কাহারোল মোড়, সেতাবগঞ্জ মোড়, কলেজ মোড়সহ বিভিনৃন পয়েন্টে প্রতিদিন দেখা যায় তীব্র যানজট।
বীরগঞ্জে নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই বলে জানান ৩ চাকা ভ্যানের চালক মো. হাবিব ইসলাম, খলিল ও জিয়ারুল হক।
এ বিষয়ে বীরগঞ্জ পৌর প্রশাসক, থানার অফিসার ইনচার্জ বলেন, যানজট নিরসনে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকার লোকজনের সাথে কথা বলে ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।