স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
ঈদ যাএাকে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে পারে এই প্রচেষ্ঠা আমাদের রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান পরিদর্শন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবার ঈদে জনসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতে বাড়ি পৌঁছাতে পারে তার জন্য পুলিশের সকল রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদ যাত্রা ঢাকা থেকে যাতে ঘর মুখো মানুষ যাত্রা- যাতে নিরাপদে হয় ও আনন্দদায়ক হয় তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে । ইতিমধ্যেই মহাসড়কে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ড্রোন ব্যবহার করে কাজ করা হবে। খোলা গাড়িতে কোন যাত্রী উঠতে পারবে না, উঠলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
মহাসড়কের যাতে চাঁদাবাজি না করতে পারে তার জন্য সাদা পোশাকে ও পোশাকে বিভিন্ন পুলিশ কাজ করছে। তিনি আরো বলেন, মহাসড়কে লক্ক ঝক্কর ও ফিটনেস বিহীন গাড়ি চললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিল্প কারখানা গুলো যাতে ধাপে ধাপে ছুটি দেয় সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডি আই জি মাহফুজুর রহমান বিপি এম ( বার), অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি
মোস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।