
মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ (শিক্ষানবিশ)প্রতিনিধি:-
ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ আহমেদ-এর নেতৃত্বে পারভেজ হত্যার বিচার চাই ব্যানারে মানবন্ধন করা হয়।
মানবন্ধনটি করা হয় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রদলের সকল নেতা-কর্মীরা।
ঈশ্বরগঞ্জ উপজেলা সরকারী কলেজ ও পৌর ছাত্রদলের মানববন্ধনে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
২১ এপ্রিল ২০২৫, সোমবার এ মানবন্ধন করা হয় ।
শুধু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
ভবিষ্যতে যেন এমন হত্যাকাণ্ড আর না হয় সে জন্য পুলিশ প্রশাসনের প্রতিও আহব্বান জানানো হয়।