বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানবন্ধন।

ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানবন্ধন।

মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ (শিক্ষানবিশ)প্রতিনিধি:-
ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ আহমেদ-এর নেতৃত্বে পারভেজ হত্যার বিচার চাই ব্যানারে মানবন্ধন করা হয়।
মানবন্ধনটি করা হয় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রদলের সকল নেতা-কর্মীরা। 
ঈশ্বরগঞ্জ  উপজেলা সরকারী কলেজ ও পৌর ছাত্রদলের  মানববন্ধনে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
 ২১ এপ্রিল ২০২৫, সোমবার এ মানবন্ধন করা হয় ।
শুধু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
ভবিষ্যতে যেন এমন হত্যাকাণ্ড আর না হয় সে জন্য পুলিশ প্রশাসনের প্রতিও আহব্বান জানানো হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments