
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক হেড মাঝিকে নিজ ঘর থেকে তুলে নিয়ে গুলিকারে হত্যাকরেছে দূর্বৃত্তরা।সোমবার১৩ মে ভোর ৪ টার দিকে ক্যাম্প-৪ এক্সটেনশনে এঘটনা ঘটে।
স্থানীয় ক্যাম্প ৪ এক্সটেনশনের বাসিন্দা ও উখিয়া থানা পুলিশের বরাত দিয়ে জানাযায়,ক্যাম্পের স্বশস্ত্র ১০/১৫/ জনের একদল দূর্বৃত্ত ক্যাম্পের হেড মাঝি সি/৩ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোঃ ইলিয়াস (৪৩) কে নিজ শেড থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী এনজিও সংস্থা হ্যান্ডিক্যাপ অফিসের পিছনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এবিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি মোঃ শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এবিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।