বাড়িশিক্ষাশিক্ষাউত্তরসূরীদের জন্য শাবিপ্রবির সিইই অ্যালামনাইয়ের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

উত্তরসূরীদের জন্য শাবিপ্রবির সিইই অ্যালামনাইয়ের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

যোগ্য উত্তরসূরী গড়ে তোলতে ও ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে ধারণা দিতে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে শাবি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিইই অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের কনভেনর অধ্যাপক ড. মো. ইমরান কবির।

ড. ইমরান কবির বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারী, এনজিওসহ অনেক ভালো ভালো সেক্টর রয়েছে আমাদের গ্র্যাজুয়েটরা অবগত নয়। তাই পড়াশোনা শেষ করে কোন কোন সেক্টরে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে তা নিয়ে আমরা বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমানে আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী ভালো অবস্থানে রয়েছে। তাই গ্রাজুয়েটদের সঠিক ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশীপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অভিজ্ঞতা ও পরামর্শ দিবেন আমাদের সাবেক শিক্ষার্থীরা। কর্মশালাটি ১৪টি সেক্টরে নিয়ে ১৪ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের উত্তরসূরীদের বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত জানাবেন।

সংবাদ সম্মেলনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী যুবায়ের হোসাইন, জোবায়ের হোসেন সালমান ও মাহমুদুল হক তমাল, সাংবাদিকদের মধ্যে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথমদিন শুক্রবার (২১ অক্টোবর) এনভায়রনমেন্টাল সেক্টর ও উদ্যোক্তা বিষয়ে গ্রিনবার্ড এর প্রধান কার্যনিবাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সৈয়দ তাসনিম মাহমুদ, এনজিও সেক্টর নিয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রযুক্তি সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. জাকির হোসাইন, নন-ক্যাডার জবের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, নির্মাণ সেক্টর নিয়ে প্রোপার্টি উন্নয়ন লিমিটেডের প্রধান অপারেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ বি এম সাইফুল ইসলাম, গবেষণা নিয়ে শাবিপ্রবির সিইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান আলোচনা করবেন।

এদিন বিকালে ক্যাডার সার্ভিস নিয়ে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা করবেন লোকপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত উপকমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত এসপি ইঞ্জিনিয়ার শেখ মো. সালিম।

অনুষ্ঠানপর দ্বিতীয় দিন শনিবার (২২ অক্টোবর) ক্যাডার সার্ভিস নিয়ে বাংলাদেশ রেলওয়ের কার্যনির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী নাহিদ সুলতানা, কন্ট্রাক্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে বাংলাদেশ আর্মি’র কন্ট্রাক্ট স্পেশালিস্ট ও কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট প্রকৌশলী হারুন রশিদ, সরকারি চাকরি বিষয়ে সরকারি স্বাস্থ্য প্রকৌশলের কার্যনির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস কোয়ালিটি অ্যাসিউরেন্স বিষয়ে সিআরটিসি-সাস্ট (CRTC-SUST) এর সিনিয়র ম্যাটারিয়াল প্রকৌশলী উদয় কুমার দাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা বিষয়ে ওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল রায়হান এবং পানি ও জলবায়ু পরিবর্তন সেক্টর বিষয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের হাইড্রোলজিস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট ইঞ্জিনিয়ার রিয়াসাত আমিন।

অনুষ্ঠানে সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments