সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জৈন্তাপুরে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত ।
২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ফিতাকেটে উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল হক খোকন, ডক্তর কুদরত উল্লাহ বিয়াম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী।