
জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি,
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গত ১লা জুন বিকেল ৩ ঘটিকার সময় কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে নাজিরারটেক এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ডব্লিউ বিবি ট্রাস্টের সহায়তায় অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আসন্ন বাজেটে জনস্বাস্থ্য উন্নয়নে তামাকজাত দ্রব্যের দাম ও কর বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার মহিবুল্লাহ চৌধুরী জিল্লু,সপ্নীল ব্রাইড ফাউন্ডেশন এর প্রজেক্ট অফিসার তৈয়বা আক্তার মোস্তাক পাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল কাদের সওদাগর, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল শুক্কুর, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খোন্দকার, উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।