বাড়িঅন্যান্যউপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় নবীগঞ্জকে মাদক ও যানজটমুক্ত শহর করার সিদ্ধান্ত

উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় নবীগঞ্জকে মাদক ও যানজটমুক্ত শহর করার সিদ্ধান্ত

নবীগঞ্জ উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, ইমদাদুল হক চৌধুরী, বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, মাদকমুক্ত, চুরি বন্ধ ও আসন্ন শারদীয় দুর্গাপুজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments