
শ্যামল বর্মন শিমুল।। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা এসএসসি ৯৮ ব্যাচ কর্তৃক আয়োজিত নারায়ণপুর ফায়ার সার্ভিসের কর্মরত নবীনগর থেকে ঢাকায় বদলি জনিত কারণে ব্যাচ কর্তৃক বন্ধু জাকির হোসেন লিটনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ১২/১১/২৪ নবীনগর উপজেলা ব্যাচের সমন্বয়ক সবার প্রিয় বন্ধু রকিব উদ্দিন খানের নেতৃত্বে
শ্যামল বর্মন শিমুল ও বান্ধবী নাসিমা আক্তার স্মৃতির পরিচালনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্ধু ছিলি বন্ধু আছিস বন্ধু থাকবে চিরদিন
এই স্লোগান কে ধারণ করে দুপুর তিনটায় নবীনগর অভিজাত রেস্টুরেন্ট ক্যাফে রিভারভিউতে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪ টায় সকল বন্ধুদের সমন্বয়ে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। নৌকা ভ্রমণে বন্ধুদের দীর্ঘদিনের একসাথে পথ চলা সুখ দুঃখ ভাগাভাগি এবং বিভিন্ন স্মৃতিচারণ করেন বন্ধুরা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা স্কয়ার হাসপাতালে কর্মরত ডাক্তার বন্ধু সৌমিত্র দেব পাপ্পু,
সাবরিনা আক্তার,ইয়াসমিন আক্তার, শারমিন আক্তার,
মাহমুদা বেগম, এ কে এম জসিম উদ্দিন,মিন্টু মিয়া, সফিউল্লা আপন, গোলাম মোস্তফা,শামসুল হুদা,
শ্যামল সাহা, জাকির হোসেন লিটন প্রমূখ।