লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদুতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবী করে সংবাদ সম্মেলন করেন,চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান লংগদু উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার। আজ শুক্রবার সকাল ১১ টায় মাইনীমূখ বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার। তিনি অভিযোগ করে বলেন, লংগদুতে আওয়ামী লীগ থেকে আমরা
তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমার নির্বাচনী ভোটের জোয়ার দেখে আমার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী বাবুল দাশ বাবু জেলা হতে আওয়ামী লীগের দলীয় শীর্ষ নেতাদের নিয়ে এসে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং এক ভোট পেলেও বাবু নির্বাচনে জয়লাভ করবে বলে জানান ।
তিনি লংগদু উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের প্রত্যাহার দাবী করেন। কারণ উল্লেখ করে বলেন, যেহেতু তিনি সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন সেহেতু বাবুর পক্ষে তিনি কাজ করবেন। বাবুল দাশ বাবুকে স্থানীয় প্রশাসন নির্বাচনে সহযোগিতা করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আব্দুল বারেক সরকার আরো বলেন, এই উপজেলায় সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে ১২/১৫ হাজার ভোটে জয়যুক্ত করবো। প্রশাসনের কাছে আমার দাবি আপনার সুষ্ঠু ভোটে ব্যবস্থা করে দেন। এখন থেকেই বাবুর লোকজন আমার কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে
এমন কি মারধর করার অভিযোগ রয়েছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় নির্বাচনকে দলীয় প্রভাব মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমরা তিনজন প্রার্থী আওয়ামী লীগ পরিবারের প্রার্থী হলেও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিভাবে একজন প্রার্থীকে দলীয় প্রার্থী ঘোষণা দিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে এর উপযুক্ত বিচার প্রার্থনা করেছি। আশা করছি আপনারা সবাই দেশ ও জাতির কাছে তুলে ধরবেন। আমি প্রশাসনের কাছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করছি।