বাড়িবাংলাদেশেউপজেলা নির্বাচন নিয়ে সিলেটস্থ জামালগঞ্জ বাসিরর সাথে মতবিনিময়,রেজাউল করিম শামীম।

উপজেলা নির্বাচন নিয়ে সিলেটস্থ জামালগঞ্জ বাসিরর সাথে মতবিনিময়,রেজাউল করিম শামীম।

খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

আসন্ন ২১মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, তাহির পুর ও বিশ্বম্ভপুর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে,তারই ধারাই বাহিকতায় প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে গত শুক্রবার রাত ৮ঘঠিকার সময় জামালগঞ্জ উপজেলা নির্বাচনের প্রার্থী জননেতা জনাব রেজাউল করিম শামীম সাহেব সিলেটস্থ জামালগঞ্জ বাসির সাথে এক মতবিনিময় সভার আয়োজনো সিলেট শাহজালাল মাজার গেইট  হোটেল স্টার পেসিফিক হল রোমে।এতে সিলেট বাসবাস করি নাগরিক ও ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,সাচনাবাজার উচ্চবিদ্যালয়ের(অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবু প্রানতোষ ঘোষ চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা লিটন সরকারের সঞ্চালনায়, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জনাব আসাদুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন প্রানতোষ পাল। বক্তব্যে রাখেন সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা রজত চক্রবর্তী, ডাক্তর সুব্রত তালুকদার পিংকু,শাহখুররুম কলেজের প্রফেসর বাবু সঞ্জয় তালুকদার,সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার আনাস হাবিব কলিন্স,সিলেট প্রেস-ক্লাবের সহ-সভাপতি বাবু দেবব্রত ঘোষ চৌধুরী(বাপ্পা) বাবু প্রবাল ঘোষ চৌধুরী(সুবল),বাবু মাখন তালুদার, শিক্ষক বাবু সমির পুরকায়স্থ, লন্ডন প্রবাসী জনাব আব্দুল হান্নান,  জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য কায়কোবাদ টিপু সাচনাবাজার বনিক সমিতির সভাপতি বাবু চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দ্বিজেন্দ্র লাল দাস,সিলেট টেক্সবারের সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মজিবুর রহমান,বাবু সোহেল রানা তালুকদার, বাবু শ্রীনাথ ভট্টাচার্য, বাবু সমর তালুকদার, রিতেন সরকার, সাজিবুর রহমান, উত্তম রায়, কাইয়ুম,নেছার আহমেদ তালুকদার,ফয়সল আহমেদ চৌধুরী,হিমু,সহ অনেক ব্যক্তিবর্গ।বক্তারা জামালগঞ্জ উন্নয়ন বঞ্চিত অনুন্নত ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন কারার জন্য জোর দাবি জানান,বনিক সমিতির সভাপতি বাবু চিত্তরঞ্জন পাল বলেন, আমরা দীর্ঘদিন একপেশে একজন নির্বাচিত করেছি,তিনি তার জীবদ্দশায় কোন উন্নয়ন করেনি,পরে তার ছেলেও চেয়ারম্যান বানিয়েছি,তিনি তানার বাবার মত, এবার আমরা চাই রেজাউল করিম শামীম সাহেবকে চেয়ারম্যান বানাতে, তিনি দুইবার সাচনা বাজার ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন,একটা ইউনিয়নকে তিনি মডেল বানিয়েছেন এবং ৫বার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।চেয়ারম্যান পদপ্রার্থী আজকের মতবিনিময় সভার প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাচনাবাজার উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মনীত সভাপতি, সাচনা বাজার ইউনিয়নের ২বারের চেয়ারম্যান জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের সভাপতি সদস্য জননেতা জনাব আলহাজ্ব রেজাউল করিম শামীম সাহেব বলেন।আমি আমার সর্বোচ্চটা দিয়ে উন্নয়ন করার চেষ্টা করেছি, এটা যাচাইয়ের ভার আপনাদের হাতে,সফলতা টুকু আমার নির্বাচনী এলাকার জনগনের ব্যর্থতাটা আমার, তবে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন,আমি কথা দিয়ে যাচ্ছি জামালগঞ্জ উপজেলাকে একটা ডিজিটাল ও স্মার্ট দূর্নীতিমুক্ত উপজেলা হিসাবে করে তুলবো।যদি না পারি আমি আপনাদের কাছে আরো কখনো ভোট চাইতে আসবো না, এটাই হবে আমার জীবনের শেষ নির্বাচন, আপনারা দলমতের উর্ধ্বে এসে আমাকে অতিথে ও ভোট দিয়েছেন কিন্তু কিভাবে আমাকে ফেল করানো হয়েছে এটার জলন্ত স্বাক্ষী আপনারা,পরিশেষে আপাদের কাছে আমার জীবনের আর কিছু যাওয়ার নাই,সবাই ভালো থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments