অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণ সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন এন্ড কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার, গতকাল সোমবার ও ২ তারিখ বৃহস্পতিবার প্রিজাইডিং অফিসার ১শত ৭৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১ হাজার ২ শত জন, পোলিং অফিসার ২ হাজার ৪ শত জনকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পোলিং নীতিমালা মেনে তাদের দায়িত্ব পালন করবেন।
সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষনার্থী শিক্ষক আবদুর রহমান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন ভোট গ্রহনকারী অফিসার সকল নিয়মনীতি, নির্দেশনা ও নির্বাচনি আইনকানুন দল -নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কোন রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ না করে নিরপেক্ষ ভাবে থেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।
সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণার্থী শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য ভোটগ্রহনকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি নির্বাচনের আগে প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করা হলে নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালিত হবে।