বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাউপজেলা প্রশাসন সীতাকুণ্ডের নানা আয়োজনে বর্ষবরণ (১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ)

উপজেলা প্রশাসন সীতাকুণ্ডের নানা আয়োজনে বর্ষবরণ (১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ)

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি :

পুরোনো জরাজীর্ণ ১৪৩১ বঙ্গাব্দ বিদায় নিয়ে স্বাগত জানিয়ে এসেছে ১৪৩২বঙ্গাব্দ। সূর্যোদয়ের সাথে সাথে একটি বছরের ইতি ও একটি বছরের শুরু “এসো হে বৈশাখ এসো এসো‘‘।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে  আরম্ভ হয়ে উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: ফখরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি), আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা, মো: হাবিব উল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তরে আগত সকলের জন্য বৈশাখী খাবার পান্তাভাত ও ভাজা মাছের আয়োজন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা, উক্ত অনুষ্ঠান স্ব-শরিরে উপস্থিত থেকে উপভোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ খাবার (পান্তাভাত ও ভাজামাছ), সহ নানা আয়োজন সকলের সহযোগীতায় সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে সকলকে ধন্যবাদ জানান। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments