
মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর নিজস্ব প্রতিনিধি।
আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানের পক্ষে প্রচার-প্রচারনা করা হয়েছে। চাঁদপুর জেলায় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধিতা করছেন। এ উপলক্ষে রবিবার দিনভর কচুয়া উপজেলার উত্তর শিবপুর,আলীয়ারা রাজবাড়ী বাজার,নন্দনপুর বাজার,তুলপাই দারাশাহী বাজার,মেঘদাইর ও ঘাগড়া বাজারসহ বেশ কিছু স্থানে তালা প্রতীকের প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরনের মাধ্যমে প্রচারনা করেছেন কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক রাজীব সরকার এবং ৬ নং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও সাংবাদিক মোঃ রায়হান মিয়া।
উল্লেখ্য যে, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন,ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৫জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা করছেন।
কচুয়া-১: কচুয়ার সহদেবপুর বাজারে তালা প্রতীকের প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করছেন সাংবাদিকবৃন্দ।