বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাএকই সাথে ছয় গরু মরে শেষ হয়ে গেল হাসিনা কামালের স্বপ্ন 

একই সাথে ছয় গরু মরে শেষ হয়ে গেল হাসিনা কামালের স্বপ্ন 

সঞ্জয় রাজ, তিতাস উপজেলা নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লা জেলার তিতাস উপজেলার করিকান্দি সদর ইউনিয়ন পরিষদের রাজাপুর গ্রামের কৃষক মোঃ কামাল হোসেনের চৈত্রের তাপমাত্রা বেশি থাকায় প্রচণ্ড গরমে ৬টি গরু মারা যায়। রবিবার সন্ধ্যা ছয়টায় কামাল মিয়ার গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গিয়ে দেখতে পান এই ঘটনা। 

কৃষক কামাল মিয়া জানান, আমি  দুপুর বেলা বারোটার সময় গরুকে ঘাস খাওয়াই, তারপর আমি মাঠে কাজ করার জন্য চলে যাই কাজ শেষ করে আমি সন্ধ্যায় বাড়ি এসে গরুকে পানি খাওয়াতে গোয়ালে যাই , পানি খাওয়ানোর পর মোটর লাগাতে চলে যাই। এক মিনিট পর এসে দেখি আমার দুইটা গরু পড়ে যায়, তারপর আমি সাথে সাথে গরুর  উপর মটর দিয়ে পানি দিতে থাকি, তারপর আরো বাকি গরু গুলো পড়ে যায়, পরে দেখি এক এক করে আমার ছয়টা গরুই পরে যায় তারপর সাথে সাথে দুইটা গরু মারা যায়, তারপর বাকি দুইটা গরু জবাই করতে চাই বাকি দুইটা ও মারা যায়, তারপর আরো দুটি গরু অজ্ঞান হয়ে পরা অবস্থায় ডাক্তারকে খবর দেওয়া হয, ডাক্তার এসে গরুগুলোকে চিকিৎসা দেয়, গরু একটা সুস্থ আছেন,কৃষক কামাল হোসেন বলেন এক এক করে আমার ছয়টি গরু মারা যাওয়ার কারণে আমি নিঃস্ব হয়ে গিয়েছি।

তার তিন মেয়ে এক ছেলে 

তিনি অনেক আশা করে রেখে ছিলে গরু গুলো কুরবানিতে বিক্রি করে তার বড় মেয়ে কে বিবাহ দিবেন, কিন্তু হলো না তার আশা পূরন, তিনি পরিবার নিয়ে একদম নিঃস্ব  হয়ে পরেন। কি করে   তার পরিবার চালাবেন, কি করে তার মেয়ে বিবাহ দিবেন  তা নিয়ে চিন্তিত কামাল হোসেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments