
বিপ্লব মজুমদার,(আশাশুনি) সাতক্ষীরা, বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মো.মেহেদী হাসান। তিনি গবাদি পশুর কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে গ্রামের প্রান্তিক পর্যায়ের গরুর খামারিদের অত্যন্ত সততার সাথে দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে যাচ্ছেন।
মেহেদী হাসানের সততা ও মানবিক ব্যবহারে অত্র এলাকার উপকারভোগী গরুখামারিরা সন্তোষ প্রকাশ করছেন। বর্তমানে তিনি আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এর একজন এ.আই. কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।
মো.মেহেদী হাসান নায্য মূল্যে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গো-খামারিদের কাছে উন্নত মানের সিমেন সরবরাহ করে যাচ্ছেন। সেই সাথে তার সেবার মান ভালো হবার পাশাপাশি তার ব্যবহারও প্রশংসনীয়।
এছাড়াও তিনি গো-খামারিদের নানা ধরনের সচেতনতা মূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেমন-গবাদি পশুর বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও যথা সময়ে বিভিন্ন রোগের টিকা গ্রহণ করার জন্য প্রান্তিক গো-খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেকোনো ধরনের সমস্যায় নিকটস্থ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরেে যোগাযোগ করার জন্য গ্রামের গো-খামারিদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
একারণে মো.মেহেদী হাসান হয়ে উঠেছেন অত্র এলাকার একজন মানবিক এ.আই. কর্মী।