গতকাল ০৯ তারিখ বুধবার সকাল ৬-৭ঘটিকার মধ্যে রাজশাহী জেলার পুঠিয়া এর ঝলমলিয়া বাজার হতে মোহাম্মদ কুদরত আলী(৪৩) পিতা মৃত ইয়াসিন শেখ রাগ করে বাসা থেকে বের হয়ে যান এবং এখন পর্যন্ত তার কোনও খোঁজ খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ এর পরিবার আজ পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার জিডি নং-৪৫৮
নিখোঁজ মোহাম্মদ কুদরত আলী(৪৩) পরপর একাধিকবার স্ট্রোক করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন: যার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি গায়ের রং ফর্সা এবং তার পরনে ছিল লুঙ্গি শার্ট কোন হৃদয়বান ব্যক্তি যদি তার কোন সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
যোগাযোগ: মেহেদি হাসান(সমপর্কে পুত্র)
মোবাইলঃ 01310 283251/ 01316544551