বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাএক দফা দাবিতে কালিয়াকৈরে নার্সদের কর্মবিরতি পালন

এক দফা দাবিতে কালিয়াকৈরে নার্সদের কর্মবিরতি পালন

স্বপন সরকার কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সদের এক দফা দাবিতে  কর্ম বিরতি পালন করছে।   নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং  মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের  অপসরণপূর্বক  উক্ত পদ গুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে   পদায়নের এক দফা দাবিতে সর্বস্তরের নার্স ও মিটওয়াইফারিদের কর্মবিরতি চলছে।

বুধবার (৯অক্টোবর) সকালে কালিয়াকৈর নার্সিং ও  মিটওয়াইফারি  সংস্কার পরিষদের  আয়োজনে সকাল

নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা দুইটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।  ভোগান্তিতে পড়েন চিকিৎসা সেবা নিতে  আসা রোগীরা।

কর্মবিরতি সূত্রে জানা যায়,   এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা পাঁচ ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।

উক্ত কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  নার্সিং সুপারভাইজার ও সমন্বয়ক বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা আক্তার,বিউটি আক্তার,রাজিয়া বেগম,শাকিলা খানম,

নাজনীন আক্তার, আলেয়া আক্তার, সামেনা খাতুন প্রমুখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments