
গত বছর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি দেওয়ার পর তা বিলুপ্ত করে আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আগের কমিটির তিন শীর্ষ নেতাই বাদ পড়েছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান গত রোববার রাতে তিনজন করে জেলা ও মহানগরে ছয় সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। আগামী ১০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
নতুন কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির আহ্বায়কের পরিবর্তে নতুন করে আহ্বায়ক করা হয় বিএনপি নেতা আবদুল আহাদ খান জামালকে। জেলার সদস্য সচিব করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা শাকিল মোর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে। এ ছাড়া মহানগর কমিটিতে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরীকে আহ্বায়ক, আফসর খানকে সদস্য সচিব ও আবদুস সামাদ তুহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।
২০২১ সালের ২১ আগস্ট সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। ৬১ সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুরুতে বিদ্রোহ দেখা দেয়। কমিটি থেকে ১০ নেতা পদত্যাগও করেন। বিদ্রোহের মধ্যেই জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি তাদের আওতাধীন প্রায় সব ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই তা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় কমিটি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল সমকালকে জানিয়েছেন, সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সিলেটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পরে কেন্দ্রের নির্দেশে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।